ইন্ডিয়ান আইডল শিল্পী থেকে ডাকাত!

তিনি ছিলেন ইন্ডিয়ান আইডলের গায়ক। জুডো-কারাতে ও কম্পিউটার চালানোতেও তিনি সিদ্ধহস্ত। কিন্তু এ ব্যক্তিই কিনা শেষ পর্যন্ত জড়িয়েছেন ডাকাতিতে।

সম্প্রতি দিল্লি পুলিশ সুরাজ বাহাদুর নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, বিলাসবহুল জীবনের জন্যই নাকি সুরাজ চুরি ও ডাকাতির পেশা বেছে নিয়েছিলেন।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করা সুরাজের বায়োডাটা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। ভালো ইংরেজি বলতে পারে ও মার্শাল আর্টে দুটো গোল্ড মেডেল রয়েছে তার ঝুড়িতে। আর গান তো তার জীবনের পুরোটা জুড়েই।

সম্প্রতি এই সুরাজই দুই সহযোগীর সঙ্গে মিলে এক ব্যক্তির কাছ থেকে সোনার চেন ও চামড়ার ব্যাগ ছিনতাই করেছিলেন। তদন্তে নেমে পুলিশ সুরাজের কাছ থেকে দেশি বন্দুক, পেপার স্প্রে ও স্কুটার বাজেয়াপ্ত করেছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতির টাকা ক্লাবে ও দামি  জামা কাপড়, ব্র্যান্ডেড জিনিস কিনেই উড়িয়ে দিতেন সুরাজ।

এদিকে ধরা পড়ার পর সাংবাদিকদের সামনে অনুরোধে ‘ইশক সুফিয়ানা’ গান গেয়ে শোনান একদা ইন্ডিয়ান আইডলের গায়ক।

চুরির অভিযোগে ২০১৪ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে চব্বিশটি ফৌজদারি মামলা।

Check Also

সিরিয়াতেই থাকতে হবে ‘আইএস বধূকে’, বাংলাদেশি বংশোদ্ভূত কে এই শামীমা?

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।