বাল্যবিয়ের জন্য জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হাইকোর্টের রুল

   ক্রাইমবার্তা রিপোর্ট:প্রতিটি বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন পদচ্যুত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 রুলে জনপ্রতিনিধি বলতে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এং সিটি ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলরদের বোঝানো হয়েছে।
 রোববার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নজরে এলে সোমবার  বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
রুলে বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন দায়ী করা হবে না এবং জনপ্রতিনিদিধের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা তথা পদচ্যুত করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
 জনপ্রশাসন, স্থানীয় সরকার, আইন, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন ও মহিলাবিষয়ক সচিবকে আদালতের আদেশ সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।