চলতি অক্টোবরে দেশে হত্যাকাণ্ডের শিকার ১৫৪ জন

ঢাকা: দেশে চলতি অক্টোবর মাসে ১৫৪ জন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা গড়ে প্রতিদিন ৫ জন। এ ধরনের হত্যাকাণ্ডে আইনশৃংখলা পরিস্থিতির অবশ্যই চরম অবনতি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মানবাধিকার কমিশন।

মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশন এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির দেয়া তথ্যানুযায়ী, অক্টোবর মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড ৩টি, আইনশৃংখলা বাহিনীর হাতে ২ জন, গুপ্তহত্যা ৫ জন, অপহরণের পর ৭ জন, রহস্যজনক মৃত্যু ৫৬ জন, বিএসএফ কর্তৃক ২ জন, চিকিৎসকের অবহেলায় ৪ জন, ধর্ষণের পর ১ জন, যৌতুকের কারণে ৩ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া পারিবারিক সহিংসতায় ২৫ জন, সামাজিক সহিংসতায় ৪৫ জন,  এবং এসিড নিক্ষেপে ১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সড়কে দুর্ঘটনায় ২২২ জন
এ মাসে সড়কে দুর্ঘটনায় ২২২ জন নিহত হয়েছেন। আত্মহত্যা করেছেন ২১ জন।

মানবাধিকার কমিশন বলছে, অক্টোবরে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪১টি। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১১ জন। যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৫ জন, এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি এবং ৩ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন।

তবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের হত্যাকাণ্ড কমানো সম্ভব বলে মনে করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে ১৪৩টি হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছিল বলে জানিয়েছিল সংগঠনটি।  আগস্টে গড়ে প্রতিদিন ৪.৬১ জন হত্যাকাণ্ড শিকার হন।

সে হিসাবে আগস্টের তুলনায় অক্টোবরে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা আরও বেড়েছে।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।