পাইকগাছায় আওয়ামীলীগ ও শ্রমিক লীগের জেল-হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ড জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি চত্বরে উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সদস্য আঃ মান্নান গাজী ও জেলা পরিষদ সদ্স্য পৌর কমিটির আহবায়ক শেখ কামরুল হাসান টিপু,উপজেলা কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু। সভায় জেল-হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ চিত্তরঞ্জন মন্ডল, বিভূতি ভুষন সানা, আনন্দ মোহন বিশ্বাস, শংকর দেবনাথ, জি,এম ইকরামুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, মহিলা নেত্রী মাসুমা আকতার, প্রভাষক আঃ ওহাব বাবলু, শফিকুল ইসলাম, সাবেক ছ্ত্রালীগ সভাপতি আবুল কালাম আজাদ, শেখ জুলি, ছাত্রলীগ নেতা রাকিব, রনি, আলামিন, আঃ হামিদ, প্রবীর প্রমুখ। অপর দিকে অনুরুপ ভাবে পৌর জিরোপয়েন্টস্থ জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে পৌর কমিটির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পৌর আ’লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আবুল হোসেন। বক্তব্য রাখেন পৌর কমিটির সম্পাদক জীবন কিশোর রায়, আঃ জব্বার বাবলু, প্রভাষক আঃ ওহাব বাবলু, ইউপি সদস্য এজাহার আলী প্রমুখ।
পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জাপা’র সম্ভাব্য এমপি প্রার্থীর মতবিনিময়পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের একাদশ সংসদ নির্বাচনে জাতীয়পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী মোস্তফা কামাল জাহাঙ্গীর পাইকগাছা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব ভবনে প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে এ নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। জোটগতভাবে তার দল নির্বাচনে অংশগ্রহণ করলে এ আসনে যাকেই মনোনয়ন দিবেন তিনি ও তার দল তাদের পক্ষ হয়ে নির্বাচনী কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন। তিনি আরো জানান, এ আসনে জাপা’র সম্ভাব্য প্রার্থী হয়ে তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। অনুষ্ঠিত মতবিনিময়  সভায় বক্তব্য রাখেন, জাপা কেন্দ্রীয় সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা উপজেলা আহবায়ক শেখ সদর উদ্দীন আহম্মেদ, পাইকগাছা উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা সদস্য সচিব গাজী আব্দুস সালাম, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ। এ সময় পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।