ঘোনা ইউনিয়নের গাজীপুর ঘোষ পাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাাঙ্গনে ৪৪তম অষ্ট প্রহর মহা নাম যজ্ঞ অনুষ্ঠানে এমপি রবি-বাংলাদেশের সকল জাতি ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে

শেখ কামরুল ইসলাম : সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাজীপুর ঘোষ পাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাাঙ্গনে ৪৪তম অষ্ট প্রহর মহা নাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬-১৮ কার্তিক ৩রা নভেম্বর থেকে ৫ই নভেম্বর পর্যন্ত এ মহা নামযজ্ঞ মহোৎসব শুরু চলবে। ভক্তবৃন্দ প্রতিবছর অবিরামভাবে নামযজ্ঞের মাধ্যমে এ মহা উৎসব পালন করে। শনিবার রাতে গাজীপুর ঘোষ পাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাাঙ্গনে ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে অষ্ট প্রহর মহা নাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সে স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। এখানে সকল জাতি তাদের স্ব স্ব ধর্ম পালনে কোন বাঁধা নেই। বাংলাদেশের সকল জাতি ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, গাজীপুর ঘোষ পাড়া রাধা কৃষ্ণ মন্দির কামিটির সভাপতি নিবাস চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গঙ্গাধর ঘোষ, ইউপি সদস্য গণেশ সরকার, ইউপ সদস্য মনিরুল ইসলাম, রবীন্দ্র নাথ ঘোষ, বিমল কৃষ্ণ ঘোষ প্রমুখ।
গাজীপুর ঘোষ পাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ৬টি দল পালাক্রমে অষ্ট প্রহর মহা নাম যজ্ঞ করে। এসময় হাজার হাজার ভক্তবৃন্দ সেখানে সমবেত হয়। প্রসঙ্গত ঃ সনাতন ধর্মের অন্যতম উৎসব নাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বছর হাজার হাজার ভক্ত বৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়ে আসছে। ৪৪তম বছর হিসেবে পালন করা হচ্ছে।

 

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।