অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৪ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৫

সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন চার শ্রমিক। আহত হয়েছেন আরও একজন।

এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫ শ্রমিক।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫-৬ শ্রমিক বলে দাবি করেছেন স্থানীয়রা।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।