অভয়নগরে প্রাইমারি স্কুলের পরিত্যক্ত টিনশেড- অপসরনের দাবি

ক্রাইমবার্তা রিপোর্ট:অভয়নগর সংবাদদাতা: অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জয়খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় একটি টিনশেড ঘর পড়ে আছে। যা ইতিপূর্বে উক্ত স্কুলের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু শ্রেণিকক্ষটি মেরামত বা ব্যবহৃত না হওয়ায় দীঘদিন ধরে পড়ে আছে অকেজো অবস্থায়। এমতাবস্থায় পরিত্যক্ত টিনশেডের ঘরটি অপসরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি পরিত্যক্ত অবস্থায় ঘরটি মাঠের মাঝে পড়ে থাকায় স্কুল ও গ্রামের ছেলেমেয়েদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘিœত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান এ প্রতিবেদকে জানান, বিষয়টি আমি দেখেছি। তবে যেহেতু ঘরটি স্কুলের তাই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসার নিবেন। তথাপি আমি চেষ্টা করব কমিটির সাথে কথা বলে অপসরণের বিষয়ে। এ বিষয়ে স্কুল সভাপতির সাতে যোগযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় তরুণ ছেলে মেয়ে ও ক্রীড়াপ্রেমীদের দাবি অতিসত্ত্বর উক্ত পরিত্যক্ত ঘরটি অপসরণ করে স্কুল মাঠটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উপযুক্ত করে দেয়া হোক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার সর্দার এ প্রতিবেদককে জানান, খুব শিঘ্রই পরিত্যক্ত ঘরটি অপসরনের ব্যবস্থা করা হবে।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।