বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা সংসদের উদ্যোগে ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করণসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ

শেখ কামরুল ইসলাম : ৭০৫৯ জন ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করণসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা সংসদ। রবিবার সকালে সারা দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসুচির আলোকে সাতক্ষীরা সড়ক ও জনপদ ভবনের সামনে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ খয়বার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আশরাফ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ আলী, সদস্য নুর ইসলাম রবি, মো. আব্দুল জলিল, মো. রবিউল ইসলাম রবি ও মো. আব্দুল বারী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় সংসদ ও সমস্ত জেলা কমিটির নেতৃবৃন্দের মতামতের আলোকে ৭০৫৯ জন ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করণসহ ৭ দফা দাবী ও আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় গৃহীত কর্মসুচির আলোকে আগামী ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলোচলো ঢাকায় চলো। কাফনের কাপড় নিয়ে প্রধান প্রকৌশলীর দপ্তরে কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা, ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।