রাতভর বাড়ি ঘেরাও, সকালে পঙ্কজ রায় গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোর্ট:রাতভর বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেফতার করা হয়েছে হুন্ডির মাধ্যমে ৮ কোটি টাকা আয় মামলার আসামি পঙ্কজ রায়কে।

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার পঙ্কজ রায় ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, সোমবার সকালে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কে পঙ্কজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পঙ্কজকে গ্রেফতারের জন্য রোববার রাত থেকে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল তার বাড়ি ঘিরে রাখে।

এ সময় বাড়ির ভেতরে ঢুকতে দুদকের দলকে বাধা দেয়া হয়। পরে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান প্রণব কুমার।

উল্লেখ্য, হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে রোববার রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

Check Also

স্বাধীনতার ৫৩ বছরে আজ প্রশ্ন উঠছে গণতন্ত্র কোথায়: মঈন খান

ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিরোধী দলের রুদ্ধে এক লাখ মামলা দেওয়া হয়েছে ও তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।