নওয়াপাড়ায় রেল লাইনের ওপর অনিয়ন্ত্রিত হাট বাজার : ঝুকিতে ক্রেতারা

অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেল লইন ও তার আশপাশের জমি দখল করে হাটবাজর গড়ে ওঠেছে। নানা রকম দোকান বসিয়ে এখানে একটি মিনি মার্কেটে পরিণত হয়েছে। লোক সমাগম ঘটছেও প্রচুর। রেলওয়ে কর্তৃপক্ষ মারাত্মক দূর্ঘটনার আশংকা করছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানদার জানান, নওয়াপড়া রেল ষ্টেশন মাস্টার ও নিরাপত্তা বহিনীর সদস্যরা উৎকোচের বিনিময়ে দোকান বসাতে সহযোগিতা করছেন। তাদের দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসাবে ভাড়া বাবদ অনেক টাকা দিতে হয় রেল স্টেশনের মাষ্টার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের। তারা কোন রশিদ ছাড়া টাকা গ্রহণ করেন। এদিকে লোক চলাচলের গুরুত্বপূর্ণ স্থানে দোকান বসানোর কারনে নূরবাগ রেল ক্রসিংয়ে যানজট লেগে থাকে। আবার ট্রেন আসতে দেখলে মালামাল নিয়ে সরাতে অনেক ঝুকি সামাল দিতে হয় দোকানীদের। ঝুকিতে পড়েন ক্রেতারাও। ইতোপূর্বে অনেক দূর্ঘটনাও ঘটেছে এখানে। স্থানীয়দের আশংকা যে কোন সময় এখানে বড় ধরনের র্দূঘটনা ঘটতে পারে। ইতোপূর্বে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অনেকবার ওই সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন। কিন্তুু কিছু দিন যেতে না যেতেই আবার ফিরে আসে তারা। একজন দোকানদার বলেন, এখান থেকে স্থানীয় রাজনীতি দলের লোক, রেলের লোক সকলকে টাকা দিয়ে দোকান বসাতে হয়। উপরের কোন অফিসার আসলে আমাদের ষ্টেশন থেকে আগে জানিয়ে দেওয়া হয়, দোকান কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে। তারা চলে গেলে আবার দোকান বসাই। নওয়াপড়া রেলওয়ের স্টেশন মাষ্টার মহাসিন রেজা তার বিরুদ্ধে আতিন অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেলের জমিতে দোকান বসাতে নিষেধ করা হয়েছে। কিন্তু দখলদারেরা নিষেধ অমান্য করে খেয়াল খুশি মতো দোকান বসাচ্ছে। এতে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। আমি দ্রুত ওই বস দোকান উচ্ছেদ করার চেষ্ঠা করছি। তিনি বলেন, নিরাপত্তা প্রহরিরা ওইসব দোকান থেকে টাকা নিচ্ছে বলে তিনি লোক মুখে শুনেছেন।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা, ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।