যশোরে সন্ত্রাসীদের গুলিতে এনজিও কর্মী নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:  যশোর জেলার নতুন উপ-শহরে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপ-শহর ‘সি’ ব্লক এলাকায়য় এ ঘটনা ঘটে। নিহত গোলাম কুদ্দুস উপ-শহর ‘সি’ ব্লক এলাকার বাসিন্দা এবং প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম কুদ্দুস বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে দু’টি হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোলাম কুদ্দুসের মুখের বাম পাশে শর্টগান দিয়ে গুলি করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, ঘটনাটি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সেটা তদন্ত ছাড়া এখনই কিছুই বলা সম্ভব হচ্ছে না।

তবে জড়িতদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।