দক্ষিণাঞ্চলের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লবণাক্ত সহিষ্ণু পাটজাত উদ্ভাবনে মাঠ পরিদর্শণ

ক্রাইমবার্তা রিপোর্ট: ইসলাম : পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চলের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লবণাক্ত সহিষ্ণু পাটজাত উদ্ভাবন গবেষণায় শীতকালীণ সবজির সাথে লবণাক্ত সহিষ্ণু পাটবীজ উৎপাদন ও উপযোগীতা পরীক্ষণ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উপ-কেন্দ্র যশোর মনিরামপুর গতকাল বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি কৃষক মো. আব্দুর রহমানের প্লট পরিদর্শণ করেন বাংলাদেশ পটি গবেষণা ইনস্টিটিউট ঢাকা মহা-পরিচালক ড. মো. মনজুরুল আলম, বাংলাদেশ পটি গবেষণা ইনস্টিটিউট ঢাকা কৃষি মহা-পরিচালক ড. চন্দন কুমার সাহা, পাট ও পাটবীজ ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্প বাংলাদেশ পটি গবেষণা ইনস্টিটিউট এর উপ-প্রকল্প পরিচালক ড. মাহমুদ আল হোসেন, বিজিএমআই ঢাকা প্রজ্জলন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিত কুমার ঘোষ, পাট গবেষণা উপ-কেন্দ্র মনিরামপুর যশোর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন প্রমুখ। শীতকালীন সবজির সাথে লবণাক্ত সহিষ্ণু পাটবীজ প্লট পরিদর্শণকালে বাংলাদেশ পটি গবেষণা ইনস্টিটিউট ঢাকা কৃষি মহা-পরিচালক ড. চন্দন কুমার সাহা বলেন, শীতকালীন সবজির সাথে পাটবীজ উৎপাদনে উপযেগীতা পরীক্ষীর মাধ্যমে দেশের পাট চাষীদের পাট বীজ এবং পাটবীজে সাবল্বম্বী করে তোলা হবে। যার মাধ্যমে পাট উৎপাদন মৌসুমে দেশের পাটবীজের ঘাটতি মেটানো এবং ফসলের চাহিদা পুরণ করা যাবে। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার কিরণ¥য় সরকার, মো. শওকাত হায়দার, শেখ হাসান রেজা প্রমুখ।

০৮ ডিসেম্বর ২০১৭,শুক্রুবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।