শাকিব অপুর বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি!

শাকিব অপুর বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি!

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:আবারো প্রসঙ্গ শাকিব খান ও অপু বিশ্বাস। সমপ্রতি অপু  বিশ্বাসকে শাকিবের পাঠানো তালাকনামার কাগজে বিয়ের তারিখ লেখা হয়েছে ২০০৮ সালের ১৬ই মার্চ। কিন্তু চলতি বছরের ১০ই এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে শাকিবের সঙ্গে বিয়ের তারিখ হিসেবে অপু বিশ্বাস উল্লেখ করেন ২০০৮ সালের ১৮ই এপ্রিল। তাই তাদের বিয়ের আসল তারিখ নিয়েও শুরু হয়েছে বিভ্রান্তি। এ বিষয়ে অপু বিশ্বাস মানবজমিনকে বলেন, বিয়ের তারিখ আমার মনে আছে। বিয়ের সঠিক তারিখ ২০০৮ সালের ১৬ই মার্চ নয় ১৮ই এপ্রিল।

কিন্তু গত ২২শে নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবীর মাধ্যমে শাকিব খানের পাঠানো সেই তালাকনামায় শাকিব বিয়ের তারিখ উল্লেখ করেছেন ২০০৮ সালের ১৬ই মার্চ। তবে এতকিছুর পরও অপু বিশ্বাস এখনো মনে করছেন, শাকিব খানের সঙ্গে যে দূরত্ব তার তৈরি হয়েছে তা শিগগিরই ঠিক হয়ে যাবে। পরিবারের লোকজন বসে সাময়িক এই সমস্যার সমাধান করতে পারবেন বলেও বিশ্বাস করেন তিনি। এদিকে শাকিব খান বর্তমানে ভারতের হায়দরাবাদে ‘নোলক’ নামে নতুন একটি ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। আর ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে শাকিব-অপু দম্পতিকে ঘিরে ডিভোর্সের গুঞ্জন শোবিজে শোনা যাচ্ছিল। এরই মধ্যে অপু বিশ্বাস শাকিব খানের পাঠানো তালাকনামার আইনি কাগজ হাতেও পেয়েছেন। মুসলিম শরিয়াহ আইনের ৭(১) ধারায় নোটিশটি পাঠিয়েছেন শাকিবের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জানান, গত ২২শে নভেম্বর এই নোটিশটি পাঠানো হয়েছে। আরো জানা গেছে, ইতিমধ্যে সালিশি পরিষদের বৈঠকের জন্যও নোটিশ পাঠানো হয়েছে। ৯০ দিনের মধ্যে সালিশি বৈঠকে শাকিব খান এবং অপুর সমঝোতা না হলে পরে ডিভোর্সের মূল প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

০৯ ডিসেম্বর ২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সিরিয়াতেই থাকতে হবে ‘আইএস বধূকে’, বাংলাদেশি বংশোদ্ভূত কে এই শামীমা?

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।