বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের বিপুল জয়

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নির্বাচনে সব পদেই জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। নির্বাচনে আই.পি.ই বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ সভাপতি ও পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক প্যানেলের চরম ভরাডুবি ঘটেছে। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৩টি পদে মোট ৪৪৬ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিন দায়িত্ব পালন করেছেন।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, কোষাধ্যক্ষ পদে আই পি ই বিভাগের অধ্যাপক ড. নাফিছ আহমাদ, যুগ্ম সম্পাদক পদে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের তাসনীম তারিক ও আপ্যায়ন সম্পাদক পদে সি এস ই বিভাগের মো. ইফতেখারুল ইসলাম সাকিব।

এ ছাড়া যে ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন তারা হলেন, স্থাপত্য বিভাগের ড. মো. আশিকুর রহমান জোয়ার্দ্দার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের ড. এ কে এম মঞ্জুর মোরশেদ ও নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী।

২১ডিসেম্বর২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।