বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশ ওসি  ওমর শরীফ প্রত্যাহার 

বেনাপোল সংবাদদাতা:বেনাপোল চেকপোষ্টে ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস  কর্মকর্তাদের মাঝে  ২০ ডিসেম্বর বুধবার  বিকালে  সৃষ্ট ঘটনায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতেই ওমর শরীফ খুলনা ডিআইজি অফিসে যোগদান করেছেন।
বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-২ মো; মাসুম কাজী  বিষয়টি নিশ্চিত করে জানান  এখানে পোষ্টিং দেয়া হতে পারে ইয়াসিন   আরাফাত নামে একজন সহকারী পুলিশ কমিশনারকে। ঐ দিন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের পুলিশের সাথে কর্মরত কাষ্টমস কর্মকর্তাদের মুখোমুখি সংষর্ষে ৫  জন কাষ্টমস কর্তকর্তা আহত হয়েছিল । আহতদের মধ্যে ছিল  সহকারী রাজস্ব কর্মকর্তা ফরহাদ হোসেন, রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালি, রাশেদুর রহমান রাশেদ, রাজস্ব কর্মকর্তা সুভাশীষ মোদক ও সিপাহী ইমরান হোসেন। ঘটনার পর দিন থেকে বেনাপোল কাষ্টমস হাউসের অফিসার্স এসোসিয়েশন সহ কয়েকটি অংগসংগঠন ইমিগ্রেশান ওসি ওমর শরীফকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়ে মানব বন্ধন, কালো ব্যাজ ধারনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিল।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।