বকশিবাজারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার ২৩ দিন

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:     খলিল : জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট নিয়ে করা দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় চলতি বছর ২০১৭ সালে ২৩ দিন বকশিবাজারের অস্থায়ী আদালতে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলা দুটির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে। এই দুই মামলায় চলতি বছরের শেষ হাজিরা তিনি দিয়েছেন ২৮ ডিসেম্বরে। আর ৫ জানুয়ারি দেন বছরের প্রথম হাজিরা।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার সম্মান ক্ষুণ্ণ এবং তাকে রাজনৈতিক হয়রানি করার জন্যই এ মামলা দেওয়া হয়েছে এবং আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এমামলায় খালাস চেয়ে আইনজীবীরা বলছেন যে, বিচারকের কাছে ওহি না আসলে এবং ন্যায় বিচার করা হলে তিনি এ মামলা থেকে খালাস পাবেন।
এ বছর ১২ মাসের মধ্যে চলতি মাস ডিসেম্বরে তিনি সবচেয়ে বেশি আদালতে হাজিরা দিয়েছেন। মার্চ ও জুলাই মাসে তাকে আদালতে হাজিরা দিতে হয়নি। আর ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে একদিন করে তিনি হাজিরা দিয়েছেন।
রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে ওই দুই মামলার যুক্তি উপস্থাপন চলছে। যুক্তি উপস্থাপনের জন্য দুই মামলার পরবর্তী তারিখ ৩ ও ৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যেসব তারিখে খালেদা জিয়া আদালতে হাজিরা দেন
মাস    তারিখ এবং দিন
জানুয়ারি    ৫,১২ ও ৩০ তারিখ  (তিন দিন)
ফেব্রুয়ারি    ২ তারিখ  ( একদিন)
মার্চ    হাজিরা দেওয়া লাগেনি
এপ্রিল    ১৩ তারিখ (একদিন)
মে    ৮ তারিখ (একদিন)
জুন    ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ (চার দিন)
জুলাই    হাজিরা দেওয়া লাগেনি
আগস্ট    হাজিরা দেওয়া লাগেনি
সেপ্টেম্বর    হাজিরা দেওয়া লাগেনি
অক্টোবর    ১৯ ও ২৬ (দুই দিন)
নবেম্বর    ২,৯,১৬ ও ২৩ (চার দিন)
ডিসেম্বর    ৫,১৯,২০,২১,২৬,২৭ ও ২৮ (সাত দিন)

খালেদা জিয়ার পক্ষে এ মামলায় চলতি বছরের মতো যুক্তি উপস্থাপন শেষ হয়েছে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী বছরের ৩ ও ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামান।
এ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও অপর আসামীরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

৩১ডিসেম্বর,২০১৭রবিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।