নবজীবন ইনস্টিটিউটে বই উৎসব অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোর্ট:: সারাদেশের ন্যায় গতকাল নবজীবন ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বই উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নবজীবন ইনস্টিটিউট প্রাঙ্গন ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়।পরে ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবক সহ সকলকে রজনীগন্ধা দিয়ে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। সকল বই উৎসবের আলোচনা সভায় নবজীবন ইনস্টিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার । ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বেশী বেশী মনোযোগ ,আস্থা,আনন্দ এবং লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে ২০১০ সাল থেকে নতুন বছরের প্রথমদিনেই দেশব্যাপী সকল ও শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন । এতে করে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা অলস সময় পার করার স্থানে আনন্দের সাথে পড়াশুনা শুরু করবে, অপরদিকে আগামীকাল থেকে নিয়মিত ক্লাশ শুরু হওয়ায় লেখাপড়ার গুনগত মানও বৃদ্ধি পাবে । সরকারের এই মহতী উদ্দ্যোগকে সফল করতে তিনি ছাত্র, শিক্ষক অভিভাবক সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। তিনি নবজীবন ইনস্টিটিউটের ফলাফলের সাথে সাথে পরিস্কার পরিচ্ছন্নতা,লেখাপড়ার মান,পরিবেশ সহ সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশের পাশাপাশি উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম , নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান মোল্যা,ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ মফিজুর রহমান।এ সময় ছাত্র,শিক্ষক,অভিভাবক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।১জানুয়ারী,২০১৮সোমবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরায় গবেষণা তথ্য প্রকাশ: ‘নবায়নযোগ্য জ্বালানি’র সাথে পরিচিত নয় নগরের ৯৪শতাংশ দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।