শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোস্তফা কামালঃ শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক ৬ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) অর্থায়নে, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস আয়োজনে গত ৬-১১ জানুয়ারি পর্যন্ত বাংলা, ইংরেজী, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান ৫টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলা বিষয়ে প্রশিক্ষক হিসেবে প্রাণবন্ত উপস্থাপনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোঃ আব্দুস ছবুর ও কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী। শ্যামনগরের রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক এস এম মোস্তফা কামাল সহ কয়েকজন শিক্ষক মাইক্রো টিচিং ক্লাশ নেওয়ার ধারা উপস্থাপন করেন। কোর্স পর্যবেক্ষণ করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সায়েদুর রহমান, সহকারি জেলা শিক্ষা অফিসার অলোক কুমার ঘরামী, বিভিন্ন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রমুখ। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের শেষ দিনে বাংলা বিভাগের সমাপনি অনুষ্ঠানের পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাইনাল মজুমদার, গোলাম রহমান ও আব্দুল মালেক। ১১জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।