স্বামীর বিরুদ্ধে মিথ্যা বানেয়াট , ভিত্তিহীন মামলার বিরুদ্ধের স্ত্রীর সংবাদ সম্মেলন

ক্রাইমবার্তা রিপোর্ট:: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের মোঃ রাশিদুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগর থানায় ২ দিন ধৃত থাকাবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা , বানোয়াট , ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত বোমা বিষ্ফোরণ মামলায় ০২ নং আসামী শ্রেনী ভুক্ত করে জেল হাজতে প্রেরন করার বিরুদ্ধে শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী মোছাঃ সামছুন্নাহার। সংবাদ সম্মেলনে মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বলেন , আমার স্বামী একজন নিরীহ , শান্তিপ্রিয় , সহজ সরল প্রকৃতির। সে কোন রাজনৈতিক দলের সহিত সম্পৃক্ত না। কৃষি কাজ করে আমাদের সংসার পরিচালনা করে আসছিল। গত ১৫/০১/২০১৮ তারিখ , রাত্র আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় শ্যামনগর থানার এস,আই শংকারসহ থানার কতর্ব্যরত অফিসার গণ আমাদের বাড়িতে এসে আমার স্বামীকে ঘুমান্ত অবস্থায় তুলে কোন মামলা ছাড়ায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শ্যামনগর থানায় হাজির হয়ে আমার স্বামীর অপরাধের কথা জিজ্ঞাসা করলে ওসি সাহেব থানাই নেই বলে জানান এবং বলের ওসি আসলে আপনার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা আমাকে নানা ভাবে হয়রানী করে আমার স্বামীকে না ছেড়ে থানায় আটকে রাখে। ২ দিন থানায় ধৃত অবস্থায় থাকার পর গত ইং ১৭/০১/২০১৮ তারিখে কৈখালী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়ীতে বোমা বিষ্ফোরন মামলায় তাকে ০২ নং আসামী শ্রেনীভুক্ত করে ঐ তারিখে মামলা করা হয় । যার নং – ০৯ , ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার্স এ্যাক্ট এর ১৫ (৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরন উপদানাবলী আইনের ৩/৪/৬ এর আওতাভুক্ত। যাতে করে সামছুন্নাহার তার স্বামীর বিরুদ্ধে আনিত মিথ্যা , বানোয়াট , ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত মামলার সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

১৮জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।