মহাত্মা গান্ধী পুরষ্কারে ভূষিত হলেন সরদার মুজিব

প্রেস বিজ্ঞপ্তি!!বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত গত ২৬-শে জানুয়ারী রাজধানীর বাংলা মটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে সোনার বাংলা সঙ্গীত একাডেমি কর্তক আয়োজিত এক অনুষ্ঠানে মহাত্মা গান্ধী পুরষ্কার-২০১৭ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে সরদার মুজিবের হাতে পুরষ্কার তুলে দেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ(বীর প্রতিক)। সাবেক এই সেনাপ্রধান বলেন , মহাত্মা গান্ধী সম্মাননা পুরষ্কার-২০১৭, সরদার মুজিবের মত একজন দক্ষ ও নিষ্টাবান সেনা সদস্যের এবং সমাজসেবকের হাতে তুলে দিতে পারায় নিজেকে সার্থক ও নিজেও আত্বতৃপ্ত হয়েছেন। সন্মাননা নেওয়ার সময় সরদার মুজিব বলেন, আজ জাতির পিতা বাংলাদেশ স্বাধনি করেছিলেন বলেই আমি অতি নগন্য, অধম বাঙ্গালী হওয়া সত্বেও এ বিরল সম্মাননা পেলাম। এ সন্মান ১৫ই আগস্ট-১৯৭৫ এ শহীদ হওয়া বঙ্গুবন্ধু পরিবারের প্রতিটি সদস্যেও জন্য উৎসর্গ করলাম। আগামী ১১তম জাতীয় নির্বাচনে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমস্ত বাঙ্গালী জাতিকে সতর্ক থেকে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে সকল ত্যাগের বিনিময়ে হলেও রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য অনুরোধ জানান।
এ সন্মাননার সৌভাগ্য আসলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সম্পাদকীয় মন্ডলরি সদস্য ও বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মুজিবের একার নয়, এ সন্মাননা প্রথমত তার মরহুম পিতা চেয়ারম্যান চাঁদ আলী সরদারের, যিনি এমন সন্তানের জনক, গোটা সরদার বংশের ও নকিলা গ্রামের সকল সদস্যদের এবং সর্বপরি তালা-কলারোয়ার সকল জনগনের। কারন এমন রতেœর জন্মভিটা এই তালা-কলারোয়ায়। সর্বপরি এ সন্মানটা গোটা সাতক্ষীরা বাসীর জন্য বলে ইতিমধ্যেই তিনি ঘোষনা দিয়েছেন।
উল্লেখ্য প্রতি বছর সমাজসেবা সহ উল্লেখযোগ্য কাজের জন্য মহাত্মা গান্ধী পুরষ্কার দেওয়া হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।