সাতক্ষীরায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নামে গাড়ি জ্বালানোর মামলা

সাতক্ষীরায় গাড়ি পুড়ানোর অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সাধারন সম্পাদক তারিকুল হাসানসহ ১৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর থানার এসআই হাফিজুর রহমান(২) বাদী এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কাটিয়া এলাকার হামিদুল ইসলাম খান, কলারোয়া উপজেলার ওমর আলী, কালিগঞ্জ উপজেলার আব্দুল মোমিন, সদর উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও একই উপজেলার কুচপুকুর গ্রামের গোলাম রহমান।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার নামীয় বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল প্রেট্রোল পাম্পের ধারে সড়কের পশে রাখা একটি এসি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা।
##

Please follow and like us:

Check Also

এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি: কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।