মধ্যরাতে হাজারো মানুষের ঢল সাতক্ষীরা শহীদ মিনারে

ক্রাইমবার্তা রিপোট:মধ্যরাতে হাজারো মানুষের ঢল নামে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ মিনারে।দিবসটি পালন উপলক্ষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় ফুলে ফুলে ভরে যায় শহিদ মিনার বেদি। এরআগে সন্ধ্যা থেকে সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে মহান একুশের চেতনাদীপ্ত স্লোগান তুলে ধরা হয়। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন মিছিল সহকারে পুষ্পস্তবক নিয়ে মিলিত হন শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। কালো ব্যাচ পরে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। জন সমদ্রের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে জেগে ওঠে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক। জাগরণের গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি চলে সন্ধ্যা থেকে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি।
মহান ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে পুষ্প স্তবক অর্পণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। এরপর একে একে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জাগরণ মঞ্চ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত, রেডক্রিসেন্ট সোসাইটি, সনাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট, জাতীয় মহিলা সংস্থা, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা, জেলা বিএনপি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছা সেবক লীগ, জেলা জাতীয় পার্টি, জেলা ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, শ্রমিকলীগ, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, ওয়াপদা, জেএসডি, গণফোরাম, শিশু একাডেমী, জেলা সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, জয় মহাপ্রভু, জেলা মন্দির সমিতি, পূজা উদযাপন কমিটি, জেলা জুয়েলারী সমিতি, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ, আওয়ামী বাস্তুহারালীগ, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতি, সমকাল, প্রথম আলো বন্ধু সভা, গণজাগরণ মঞ্চ, ক্ষেতমজুর ইউনিয়ন, নারী মুক্তি সংসদ, শিল্পীচক্র, গণশিল্পী সংস্থা, মানবাধিকার উন্নয়ন ফোরাম, স্টুডেন্ট ফোরাম, সাতক্ষীরা ল কলেজ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, জাতীয় শ্রমিকলীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিকলীগ, জাতীয় শ্রমিক ইউনিয়ন সুটেমি শাখা, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, দৈনিক কালের চিত্র, ভয়েস অব সাতক্ষীরা, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক সাতনদী, দৈনিক দক্ষিণের মশাল, সাপ্তাহিক সূর্যের আলো, দীপালোক একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী সাতক্ষীরা, স্বরলিপি একাডেমী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ছফুরন নেছা মহিলা কলেজ, সুপ্র, কৃষি ব্যাংক সিবিএ, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, ডে নাইট কলেজ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ইমারত শ্রমিক ইউনিয়নসহ শতাধিক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।