চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট এর শুভ উদ্বোধন

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়াম ও সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও সভাপতি, সাজেক্রীস জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহঃ সাধাঃ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পি, মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ আলতাফ হোসেন, ২য় বিভাগ ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, দুই দলের কোচ ম্যানেজার, আম্পায়ার সহ খেলোয়াড় বৃন্দ। স্টেডিয়ামে উদ্বোধনী খেলা শিল্পী চক্র ও মহমেডান ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। শিল্পী চক্র ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৫০ রান করে। দলের খালিদ হোসেন ৫৭ ও মেহরাব ৪৭ রান করে। জবাবে মহমেডান ক্লাব ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ২টি উইকেট হারিয়ে ১৫২ রান করে, দলেল আমিনুর ৪৪ ও ওয়ালিদ ৪৪ রান করে। ফলে মহমেডান ক্লাব ৮উইকেটে জয়লাভ করে। ২য় খেলা নলতা কসমস বনাম স্টুডেন্ট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নলতা কসমস ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলেল সাকিব ৪৩ রান করে। জবাবে স্টুডেন্টস ক্লাব ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে। প্রতিপক্ষের হাদি ৫টি উইকেট লাভ করে। ফলে নলতা কসমস ৭৮ রানে জয়লাভ করে। আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন বাবলু ও নাজমুল হুদা, স্কোরার ছিলেন ফজলু। শুক্রবার (১৬ মার্চ) সাতক্ষীরা স্টেডিয়ামে সকাল ৯-০০টায় গাভা ক্রীড়া সংস্থা বনাম ডাঃ কি.এ সিদ্দিকী স্মৃতি সংসদ এবং দুপুর ০১-০০টায় বাঁকাল সুলতান আহম্মেদ স্মৃতি সংসদ বনাম পালতিবাগান স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। কলেজমাঠে সকাল ৯-০০টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র এবং দুপুর ১-০০টায় বাাঁকাল প্রভাতী সংঘ বনাম শিয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।