বিনেরপোতা মাছ বাজার ঢালাই কাজের উদ্বোধন শেষে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বরসহ আহত ২ জন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বিসিক শিল্পনগরী বিনেরপোতা মাছ বাজার ঢালাই কাজের উদ্বোধন শেষে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বর আব্দুল হান্নানসহ আহত হয়েছে কম পক্ষে ২ জন। আহতরা হলেন ইউপি মেম্বর আব্দুল হান্নান ও জামীর মেম্বর। আহতের মধ্যে আব্দুল হান্নান মেম্বর গুরুতর আহত হওয়ায় তাকে তাৎক্ষনিক সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে বিনেরপোতা মাছ বাজারে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বিনেরপোতা মাছ বাজার লাবসা ইউনিয়নের অধীনে থাকায় ঢালাই কাজের জন্য লাবসা ইউনিয়ন পরিষদ শনিবার দিন নির্ধারিত ছিল। নির্ধারিত দিনেই ঢালাই কাজের উদ্বোধন করে কাজ চলছিল এমতবস্থায় লাবসা ইউপির প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বাবু ও ৪ নং ওয়ার্ড মেম্বর আসাদের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী কতৃক ইউপি মেম্বর আব্দুল হান্নান ও জামির মেম্বরসহ বাজারে ব্যবসায়ীদের উপরে অতর্কিত হামলা করে। হামলায় ইউপি মেম্বর আব্দুল হান্নানের ঘাড়ের নীচে রোডের আঘাতে ব্যাপক খত সৃস্টি হয়েছে। আহত আব্দুল হান্নান জানান গোলাম কিবরিয়া বাবু ও মেম্বর আসাদ বাজারের কাজ বাবদ ৫ লক্ষ টাকার চাঁদা দাবী করলে দিতে অ¯ী^কার করায় তারা আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। আহত মেম্বর হান্নান আরও জানান শনিবার সকালে প্রকল্প সভাপতি মেম্বর রামপ্রশাদ ও মাসুদা খাতুন এবং চেয়ারম্যান আব্দুল আলিম, আমি (আব্দুল হান্নান) ও জামীর মেম্বরসহ এলাকার ব্যবসায়ীরা বাজারে ঢালাই কাজের উদ্বোধন করার পরে কাজ চলছিল । এক পর্যায় মাদক মামলার চিহ্নিত আসামী মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া বাবু ও সন্ত্রাসী আসাদ মেম্বর তাদের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে এসে রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। প্রকল্প সভাপতি রামপ্রশাদ মেম্বর জানান গোলাম কিবরিয়া বাবু ও আসাদ মেম্বর তার লোকেরা মটর সাইকেলের বহর নিয়ে আমাদের উপরে হামলা করেছে। চাঁদা না পেয়ে তারা সরকারি কাজে বাধা দিয়েছে। কারন জানতে চাইলে মালাইওনের বাচ্চা বলে গালি দিয়ে হিন্দুদের বাড়ি ছাড়া করার হুমুকি দিয়েছে গোলাম কিবরিয়া বাবু ও আসাদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মেম্বর আব্দুল হান্নান থানাই মামলার প্রস্তুতি নিচ্ছেলেন।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।