বানারীপাড়ায় জনতার জামাল’র গণসংযোগ॥

মোঃ সুজন মোল্লা,বানারীপাড়া॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বানারীপাড়ায় গণসংযোগ করেছেন বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বানারীপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেন। এ সময় সৈয়দ শহিদুল হক জামালকে কাছে পেয়ে সাধারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। গণসংযোগ কালে জামাল সাধারণ জনগনকে বলেন আমি আপনাদেরই লোক অতিতে দুঃখের সময় যে ভাবে পাশে ছিলাম কোনদিন যদি এমপি নাও হতে পারি সব সময়ই আমাকে পাশে পাবেন। প্রসঙ্গত সৈয়দ শহিদুল হক জামাল ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে পিরোজপুর-১ বানারীপাড়া-স্বরুপকাঠি উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথম বারের মতো এমপি নির্বাচিত হন। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে রেড-ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিয়োগ দেন। চেয়ারম্যান হয়ে তিনি দুই উপজেলার শত শত বেকার যুবককে তার পিছনে না হাটিয়ে হলি ফ্যামেলি ও রেড-ক্রিসেন্ট সোসাইটিতে চাকুরী দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপণ করেছিলেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় এক নেতার কারনে তাকে পরাজয় বরন করতে হয়। ২০০১ সালে পূণরায় তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে শের-ই-বাংলার পুত্র এ কে ফাইজূল হককে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ওই সময় দলীয় চেয়ারপার্সন খুশি হয়ে তাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তার জনপ্রিয়তার সেই ধারাবাহিকতা কাজে লাগিয়ে বর্তমান (বানারীপাড়া-উজিরপুর) উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসন থেকে নির্বাচন করার জন্যই তার এই গণসংযোগ বলে তিনি জানান। তবে কোন দলের হয়ে তিনি নির্বাচন করতে চান সেই কথা বলেননি। গণসংযোগ শেষ করে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের পারিবারিক কবরস্থান জেয়ারত করেন তিনি। ধানের শীষ প্রতীকের হয়ে পাড়া-মহল্লা ও হাট-বাজারে কথা বলার সময় তার সফর সঙ্গি ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম মিঠু,প্রভাষক মিজানুর রহমান,ছেলে ব্যারিষ্টার মোঃ সৈয়দ সাইফ,সাবেক উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল ডাকুয়া,সাংবাদিক মোঘল সুমন শাফকাত,শ্রমিকদল নেকা মোঃ কামাল লস্কর,সহ উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।