গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ইসির আরেকটি ‘পরীক্ষা : বিএনপি

ক্রাইমবাতা রিপোাটমঃ    ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে ইসির আরেকটি ‘পরীক্ষা’ নেবে হবে। গাজীপুরে যাতে খুলনার মতো অনিয়ম না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) পদক্ষেপ নিতে বলেছে দলটি। ইসি এ পরীক্ষায় পাস বা ফেল করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আগামী ২৬ জুন গাজীপুর সিটির ভোট হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন পর্যবেক্ষণ করে দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে সিইসিকে জানায় বিএনপি প্রতিনিধি দল।

ইসির ওপর বিএনপির এখনও আস্থা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের কমিশনের প্রতি আস্থা না থাকলেও আসতে হয়, কারণ কমিশন একটিই। আমরা গাজীপুর সিটি নির্বাচনে কমিশনকে আরেকবার পরখ করবো। তারপর আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত নেবো।’

তিনি জানান, খুলনা নির্বাচনের অনিয়ম ইসির কাছে লিখিতভাবে তুলে ধরা হয়েছে। এর আলোকে যাতে গাজীপুরে কোনো অনিয়ম না হয়, নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে ইসিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

কমিশনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল জানায়, রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনই ইসির কাজ। দেশের মানুষ ইসির প্রতি আস্থা না রাখলে, রাজনৈতিক দলের আস্থা হারালে তাহলে ইসির এ সদস্যরা কাজ করতে পারবেন না।

এমপিদের স্থানীয় নির্বাচনে প্রচারের সুযোগ দেয়া প্রসঙ্গে বিএনপির আপত্তির কথা সিইসিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন গয়েশ্বর।

Please follow and like us:

Check Also

উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালো জামায়াত

ক্রাইমবাতা ডেস্করিপোট:   কেন্দ্রীয়ভাবে ঘোষণা ছিল না, এখনো নেই। তবে ‘জয়ের সম্ভাবনা’ আছে- এমন উপজেলায় চেয়ারম্যান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।