সাতক্ষীরা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নিয়ন্ত্রণ নিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিবাদমান সার্বিক পরিস্থিত নিরসনকল্পে ভোট এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সকল নিয়ন্ত্রণ নিল প্রশাসন। নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি আয়োজিত সাধারণ সভায় মালিক সমিতির উভয় পক্ষ এবং ২ শ’ জন মালিক সমিতির সদস্যের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয় এবং দায়িত্বভার বুঝে নেয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, এনডিসি মোশারেফ হোসাইন, বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি ছাইফুল করিম সাবু, সাবেক সহ-সভাপতি মো. আছাদুল হক (চেয়ারম্যান) শেখ জাহাঙ্গীর হোসেনসহ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী তপশীল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ, যাচাই বাছাই, আপত্তি নিষ্পত্তি ও ভোট গ্রহণের দিন ধার্য্য করবে প্রশাসন। গত ইং ০৫.০৬.২০১৮ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় হতে ০৫.৪৪.৮৭০০.০৪৫.০১.০০১.১৮/৯১ স্মরকে জেলা প্রশাসক স্বাক্ষরিত সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে বিবাদমান সার্বিক পরিস্থিতি নিরসণকল্পে নব-গঠিত নির্বাচন কমিশনের নিকট দায়িত্বসহ সকল কাগজাদি হস্তান্তর প্রসঙ্গে মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (রেজিঃ নং খুলনা ২০১৯) ছাইফুল করিম সাবু’র নিকট জেলা প্রশাসক ইফতেখার হোসেন এ পত্র প্রেরণ করেন। এ উপলক্ষে বুধবার প্রশাসনের হাতে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে পুলিশ মোতায়েম করা হয়েছে।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।