নাটোরে ব্যাটারী চালিত ভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু# ১০ মাদকসেবী ও বিক্রেতা আটক

মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর  :
নাটোরের গুরুদাসপুরে ব্যাটারী চালিত ভ্যান (অটো ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক শাহাদৎ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গুরুদাসপুর-মৌখাড়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদৎ হোসেন উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহাদৎ হোসেন অটো ভ্যান নিয়ে মৌখাড়া হাট থেকে তার বাড়ি সাহাপুর গ্রামে ফিরছিল। পথে হাজি বাজার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটো ভ্যানের চালক শাহাদৎ হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। পরে নিহতের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নাটোরে ১০ মাদকসেবী ও বিক্রেতা আটক
নাটোর প্রতিনিধি
বড়াইগ্রামে হেরোইন, ইয়াবাসহ মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। ডিউটি অফিসার উপ-পরিদর্শক মামুন জানান, আটকরা হলো চরগোবিন্দপুর গ্রামের মাদকস¤্রাজ্ঞী লতিফা ফারুক, দ্বারিকুশী গ্রামের সাইফুল ইসলাম, চাঁদ মোহাম্মদ ও বজলুর রহমান, পাঁচবাড়িয়া গ্রামের আফতাব হোসেন, দিঘইর গ্রামের জালালউদ্দিন ও অপু, মাড়িয়া গ্রামের শাহীন, বনপাড়ার মাসুদ রানা ও নগর গ্রামের আনিসুর রহমান। শুক্রবার তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:

Check Also

নিহত আসিফের পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।