সাতক্ষীরা পৌর এলাকার বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করলেন এমপি রবি

আককাজ : ‘বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকার বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা সরকার ১শ’৪০টি খাতে সমাজে পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠিকে সহায়তা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাইলেন। তিনি যেন আগামীতে আবারও বাংলার প্রধানমন্ত্রী হতে পারেন এবং দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে পারেন। আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় আসলে ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি ও টাকার পরিমান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে নতুন ভাতাভোগী সাতক্ষীরা পৌর এলাকার ২৪ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। অপরদিকে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দক্ষতা উন্নয়ন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ প্রশিক্ষণে ১শ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।