কালিগঞ্জে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর, লুটপাট মারাত্মক যখম ৪। দু’জনের অবস্থা আশংকাজনক

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জের পল্লীতে জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর, লুটপাট সহ চারজন মারাত্মক যখম হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক। ঘটনাটি ১৭ জুলাই (মঙ্গলবার) ভোর ৫ টায় রঘুনাপুর মৌজায় ঘটেছে।এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত ব্যক্তিরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে, কৃষ্ণনগর ইউনিয়নের রঘনাথপুর মৌজায় ক্রয়সুত্রে মালিকানায় বসবাসরত দঃ রঘুনাথপুর গ্রামের আবু মালাইকার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। তারা ফ্লিম স্টাইলে ট্রাকযোগে দখলবাজ নুর আলী সরদারের পুত্র মুজিবর গংদের হয়ে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালায়। এঘটনায় পৃথক দুটি বসত ঘর ভাংচুর, লুটপাট ও তছরুপ করে এবং তাদের কালিকাপুর গ্রামের রমজান আলীর পুত্র সিদ্দিকুল ইসলাম (৩৬), দঃ রঘুনাথপুর গ্রামের আবু মালাইকার পুত্র আব্দুল ওয়াদুদ (৩০), নাঈম হোসেন (১৮) ও মৃত শমসের আলী (৮০) সন্ত্রাসীদের চাপাতি, রামদা ও রডের এলোপাতাড়ি আঘাতে হাত ও পা ভেঙে মাথা মারাত্মক রক্তাত্ব যখম করে। এদের মধ্যে সিদ্দিকুল ইসলাম ও নাঈমের অবস্থা আশংকাজনক। ঘটনার সংবাদে থানার উপ পরিদর্শক নিয়াজ মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে সকাল সাড়ে ৭ টায় পোছায় এবং যখমীদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আহতদের প্রথমে কালিগঞ্জ হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।