সাতক্ষীরায় কলেজছাত্র হত্যায় একজনের ফাঁসি, দুজনকে যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা:  সাতক্ষীরায় কলেজছাত্র হাবিবুল্লাহ সরদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ মামলায় আদালত বাকি ২৩ আসামিকে খালাস দিয়েছেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী সোমবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ডা. সাইফুল্লাহ পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- মামুন ও জিয়ারুল ইসলাম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুলাই কৃষিজমিতে গভীর নলকূপের পানি বিতরণ কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান বিভাগের ছাত্র হাবিবুল্লাহ সরদার নিহত হন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।

বিচারে আদালত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দণ্ডিত অপর আসামিরা হলেন- মো. জুলফিকার, আবু হাসান, আবদুল মালেক, আবদুস সালাম, রব্বানি, বেল্লাল হোসেন, জামান, রহিম ও পিকলু। এর আগে গত ৫ জুলাই মামলার তিন আসামি নিজামুদ্দিন সরদার, তার ভাই খায়রুল্লাহ সরদার ও তাদের বোনজামাই রফিকুল ইসলাম আদালত চলাকালে পালিয়ে যায়।

সরকারপক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তপন কুমার দাস। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হায়দার আলী ও তার সহযোগীরা।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।