সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

ফিরোজ হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ত্রিশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে এ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। সেখানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পতœী ও পুনাক সভানেত্রী মোছাঃ আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তালা-দেবহাটা সার্কেল অপু সরোয়ার, কালিগঞ্জ সার্কেল ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ। এ সময় সেখানে জেলার ৮ টি থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আর তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। আর তাই জনগনকে সাথে নিয়েই জেলার ৮ টি থানার বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপন করা হবে।
তিনি অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স মাঠে স্বহস্তে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন ঘোষনা

Please follow and like us:

Check Also

বিমান থেকে ডলারভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয়

অবশেষে মুক্তিপণে ৩১ দিন পর অক্ষত অবস্থায় মুক্তি পেলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।