ভাঙ্গা ও ফাটল ধরা সাতক্ষীরা নিউ মার্কেট পরিদর্শণ করলেন এমপি রবি

আককাজ : সাতক্ষীরায় বৃহস্পতিবার সন্ধ্যার পর বিকট শব্দে ভেঙ্গে পড়া ছাদ ভাঙ্গা ও ফাটল ধরা নিউ মার্কেট পরিদর্শণ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার দুপুরে তিনি নিউ মার্কেটের ভবনে ফাটল ধরা ও ছাদ ভেঙ্গে পড়া জরার্জর্ণ স্থানগুলি ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি ভবনের জরাজীর্ণ ঝুকিপুর্ণ অবস্থা দেখে  দারুনভাবে মর্মাহত হন। যে কোন মুহুর্তে ঘটতে পারে সাভারের রানা প্লাজার মত ভয়াবহ দুর্ঘটনা। নিউ মার্কেটের একাধিক স্থানে ছোট বড় ফাটল দেখা দিয়েছে এবং ভেঙ্গে ভেঙ্গে পড়ছে ছাদের বড় বড় অংশ। ঐ স্থানে ছিড়ে পড়েছে অনেক জড়ানো পেচানো ঝুলন্ত বিদ্যুতের তার। যে তোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে পুরো নিউ মার্কেটটি। নিরাপত্তাহীনতার কথা ভেবে এবং আইনের প্রতি তিনি বলেন, গত ০৪/০৪/২০১৭ তারিখে সাতক্ষীরা পৌরসভার নিউ মার্কেট ভবনটি জনস্বার্থে অত্যন্ত ঝুকিপুর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তার বিরুদ্ধে দোকানের ভাড়াটিয়ারা আপিল করেছেন। সবই ঠিক আছে। কিন্তু জনগণের নিরাপত্তার কথা ভেবে দোকান ঘরের ভাড়াটিয়ারা পৌর কর্তৃপক্ষের সাথে সমঝোতা করে যারা ভাড়াটিয়া আছেন তারা নতুন ভবন হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে দোকান পাবেন এই চুক্তির মাধ্যমে নিউ মার্কেটের খালি করে মালামাল সরিয়ে নেওয়ার আহবান জানান তিনি। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে যদি দোকান ঘরের ভাড়াটিয়ারা দোকান খালি না করে এবং কোন দুর্ঘটনা ঘটে তার দায়ভার দোকান ঘরের ভাড়াটিয়াদের উপর পড়তে পারে বলে জানান। ঢাকার সাভারের রানা প্লাজা ট্রাজেটির মত সাধারণ মানুষের প্রাণহানী যেন না ঘটে নিউ মার্কেটের দোকানদার প্রতি আহবান জানান এবং পৌর কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে  নিউ মার্কেটটি বন্ধ করে ভেঙ্গে ফেলে সাতক্ষীরার শোভা বর্দ্ধনে একটি নতুন মার্কেট তৈরী করার আহবান জানান। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

আশাশুনিতে পুশ বিরোধী অভিযান।।২০০ কেজি চিংড়ী জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট

এস, এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।।আশাশুনতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২১শে এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।