সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রির্পোটঃ:  আককাজ : ‘আদিবাসী জাতি সমুহের দেশান্তর প্রতিরোধের সংগ্রাম’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও আদিবাসী সাংস্কৃতিক প্রর্দশণের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অগস্ট) সকালে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালির উদ্বোধন করেন স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান। র‌্যলিটি শহর প্রদক্ষিণ শেষে বিনেরপোতা ঋশিল্পি কনফারেন্স রুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি বলেন, ‘আদিবাসীরা সমাজের একটি অংশ। তাই জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল ¯্রােতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, যীশুনাম আশ্রমের পরিচালক ফাদার লুইজি পাজ্জি এস.এক্স, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। অনুষ্ঠানে মুল প্রতিবেদন পাঠ করেন সুন্দরবন আদিবাসী বর্তমান অবস্থা ও মানাবধিকার পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভানেত্রী মিনতি মুন্ডা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাম প্রসাদ মুন্ডা।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।