ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শ্যের মৃত্যু ঘটাতে পারেনি— এমপি রবি

ক্রাইমবার্তা রিপোট:আককাজ : ‘জাগো বীর বাঙালী জাগো সত্যকে আকড়িয়ে ধরো শোককে শক্তিতে পরিনত করো’ এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) সকালে শহরের একাডেমি মসজিদে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শ্যের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতোনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তাবলীগ জামাতের জন্য টঙ্গী ময়দানের জমি দিয়েছিলেন। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। ক্ষুধাম্ক্তু, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এ সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। তিনি ওলামারীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যারা ইসলামের ভূল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যরা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করে, গাছ কাটে, রাস্তা কাটে ও মানুষ পুড়িয়ে মারে তাদের মুৃখে ইসলামের কথা মানায়না। কারণ ইসলাম শান্তির ধর্ম। সকল অপশক্তিকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নেওয়ার আহবান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামালীগের সহ-সভাপতি সাখাওয়াতুল্লাহ, সাধারণ সম্পাদক মুখতি আক্তারুজ্জামান, সদর উপজেলা ওলাসালীগের সভাপতি মাওলানা জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা রওশন আলী, মাওলানা আবুল হোসেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ ইব্রাহীম খলিল প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মুখতি আক্তারুজ্জামান।

 

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।