সাতক্ষীরায় বেতনা নদীর অবৈধ দখল উচ্ছেদ ও প্রকল্প বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা ডেস্ক র্রিপোট:সাতক্ষীরার প্রাণ বেতনা নদীতে জোয়ার ভাটা ফিরিয়ে এনে নদীর স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে করণীয় বিষয়ে এক মত বিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভার আয়োজন করে বেসরকারী সংস্থা উত্তরণের সাসটেনেবল বেসিন রিভার ম্যানেজমেন্ট প্রকল্প ও পানি কমিটি সাতক্ষীরা সদর উপজেলা। তালা উপজেলা পানি কমিটির সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পানিকমিটির সদস্য প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণব্যানাজি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পানি কমিটির সদস্য এড আবুল কালাম আজাদ, সদর উপজেলা পানি কমিটির সভাপতি জনকন্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, পানি কমিটির সদস্য সমকাল ও এটিএন বাংলার এবং ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, পানি কমিটির সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা, বেতনা রিভার বেসিন কমিটির সভাপতি ও পানি কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়ারব হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণ প্রকল্পের দিলীপ কুমার সানা ও নাজমা রহমান সহ পানি কমিটির বিভিন্ন সদস্য বৃন্দ।
বক্তারা আলোচনায় জলাবদ্ধতার হাত থেকে সাতক্ষীরাকে বাচাঁতে ভরাট বেতনা নদীর দুপাশের অবৈধ দখল উচ্ছেদ, ইটভাটি মালিকদের অবৈধ নদী দখল অপসারণ, এসএ রেকর্ড অনুযায়ী বেতনা নদী চিহ্নিত করে নদী খনন, বিভিন্ন প্রকল্পে পানি উন্ন্য়ন বোর্ডের হরিলুট ও দূর্ণীতি বন্ধ সহ সুবিধাজনক স্থানে টি আর এম বাস্তবায়ন করে নদীর নাব্য ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন দেয়ার দাবি জানান। এ ছাড়া বেতনা নদী খননের জন্য মন্ত্রনালয়ে পড়ে থাকা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিধের মাধ্যমে সরকারের কাছে যোগাযোগ করার জন্য প্রস্তাব দেয়া হয়। এই দাবি বাস্ত বায়নের জন্য দ্রুত মানববন্ধন কর্মসুচী পালন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেযার দাবি জানানো হয়।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।