সন্ত্রাসীদের গুলিতে নিহত চেয়ারম্যান মোশারাফের কবর জিয়ারত করলেন সাবেক মন্ত্রী

 

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে।

সাতক্ষীরার কালীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কবর জিয়ারত ও বাড়িতে গেলেন জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় তার তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। সৈয়দ দিদার বখত এসময়ে বলেন, আমরা এই নৃশংস হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারীরা ইতিমধ্যে শনাক্ত হয়েছে, অনেকে গ্রেফতারও হয়েছে। দ্রুত সকল হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতের স্ত্রী ও কন্যারা হত্যাকাণ্ডের বর্ণনা দেনন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সিনিয়ার সহ সভাপতি নুরুল ইসলাম, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ খালেদুর রহমান, সদর উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, কালিগঞ্জ সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, সাধারন সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুর রহমান, এনজিও বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জেলা যুব সংহতির সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিষ্ণুপুর জাতীয় পাটির সভাপতি মাষ্টার আব্দুস সালাম প্রমুখ।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।