কালিগঞ্জে ১০দিন ব্যাপী বয়নশিল্প প্রশিক্ষনের উদ্বোধন

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।

কালিগঞ্জ মহিলা মিশন উন্নয়ন সংস্থা’র আয়োজনে সোমবার(১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে দশদিন ব্যাপী বয়নশিল্প প্রশিক্ষনের উদ্বোধন। সদর প্রাথমিক বিদ্যালয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ মোজাহার হোসেন জান্টু প্রমুখ। উদ্বোধনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৫ জন মহিলা অংশগ্রহন করেন। প্রশিক্ষক ছিলেন জান্নাত আরা ফেরদৌসী দীনা ও সানজীদা নাজনীন সাথী।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।