মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সিটি কলেজে মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোট: যশোর:যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা বহিরাগত কতিপয় মাদকসেবী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।  রোববার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কলেজের ছাত্রাবাসে বহিরাগত কে কে এফ গংয়ের চিহ্নিত মাদকসেবী সন্ত্রাসীরা প্রবেশ করে সাধারণ ছাত্রদের মারধর, টাকা পয়সা ছিনতাই, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায়। এতে অতিষ্ঠ হয়ে ছাত্ররা শেষ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
ছাত্রদের অভিযোগ, স্থানীয় কে কে এফ গংয়ের সদস্যরা রাতে ছাত্রাবাসে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে প্রবেশ করে। তাদেরকে প্রবেশে বাধা দিলে মাদকসেবীরা সাধারন ছাত্রদের মারধর সহ টাকা-পয়সা ছিনতাই, মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যায়। কোথাও কোন ধরনের প্রতিকার না পেয়ে ছাত্ররা শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসে।

মানববন্ধনে কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবালের সভাপতিত্বে

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির
বিরুদ্ধে সিটি কলেজে মানববন্ধন

 প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু তোরাব মো. হাসান। বিশেষ অতিথি ছিলেন উপধ্যাক্ষ সুলতানা জুবাইয়দা গুলশানারা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর আনওয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক হৃদয় তরফদার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সমাজসেবা সম্পাদক হুমাযুন কবির, ছাত্রলীগ নেতা উৎপল, আবু সাঈদ রোকনসহ প্রমুখ।

একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, প্রায় সময় কলেজ ক্যাম্পাসে ও বাইরে অপ্রীতিকর ঘটনা ঘটছে। বর্তমানে তাদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে টেনশনে সময় পার করছেন। অনেকেই সন্তানদের কলেজে দিতে চাচ্ছেন না। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবি, স্থানীয় কে কে এফ গংয়ের সদস্যদের আটক করে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।