পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় সাতক্ষীরা প্রেসক্লাবে পিতা ও সৎ ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা:   আমাদের পিতার তিন স্ত্রী। তিন স্ত্রীর দশ সন্তান। প্রথম স্ত্রীর পাঁচ, দ্বিতীয় স্ত্রীর এক এবং তৃতীয় স্ত্রীর দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। জন্মের পর থেকে পিতা আমাদের কোন ভরণপোষণ করেনি। খেয়ে না খেয়ে আমরা বড় হয়েছি। এমনকি পিতা কোনদিন কোন খবরও নেয়নি আমাদের। দশ ভাই-বোনের মধ্যে সাতজনকে বঞ্চিত করে আমাদের পিতা তিনজনের নামে পিতার নামীয় ছয়ঘরিয়া মৌজার ৩১ দশমিক এক এর চার শতক জমি গোপনে লিখে দিয়েছে। ওই তিনজন পিতার প্রথম স্ত্রীর সন্তান। এভাবেই অভিযোগ তুলে ধরে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুস সামাদের দুই পুত্র রেজাউল ইসলাম ও আমিনুর রহমান। লিখিত বক্তব্যে তারা আরো বলেন, জমি লিখে দেয়ার ঘটনা জানতে পেরে আমরা বৈকারি ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও তাতে সমাধান হয়নি। এতে আমরা আমাদের পিতার সম্পত্তির অংশ দাবি করায় পিতার প্রথম স্ত্রীর সন্তান নজরুল ইসলাম, আনারুল ইসলাম ও জামাই আসাদুজ্জামান আমাদের খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছে। এছাড়া আমাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে শাসিয়েছে। এ ঘটনায় আমরা নিরুপায় হয়ে সাতক্ষীরা সদর থানায় ১৬ অক্টোবর ২০১৮ তারিখে একটি জিডি করি। বর্তমানে আমরা আতঙ্কে আছি। আমরা পিতার জমির অংশ বুঝে পেতে চাই। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।