Exif_JPEG_420

আজ বিজয়া দশমী: জেলায় যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা: যুগাবতার রামায়নের রামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীল পদ্ম দিয়ে দেবী দুর্গাকে পূজা করেছিলেন। তাই বৃহস্পতিবারের মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গা পূজিত হয়েছেন। এছাড়া নবমী উপলক্ষে বিহিতপুজা, পঞ্চপ্রচারে পুজা, পুষ্পাঞ্জলী, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাতে ম-পে ম-পে হোম যজ্ঞের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা কার্যত শেষ হয়ে গেছে। শুক্রবার দর্পণ জলে দেওয়ার পর সিন্দুর খেলাসহ বিভিন্ন আনুষ্ঠিকতার মাধ্যমে বিজয়া দশমী পালিত হবে।
এদিকে আকাশ রৌদ্র ঝলমল থাকায় জেলার একপ্রাপ্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেড়িয়েছেন দর্শনার্থীরা। বিশেষ করে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে নবদুর্গাসহ ২৩০টি প্রতিমা নির্মাণ করায় বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার রাত ৮টায় দুর্গাপূজা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুনুসর আহম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ম-লীর সদস্য গোষ্ট বিহারী ম-ল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাংগঠণিক সম্পাদক প্রাণনাথ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ। এছাড়া রাতে কাটিয়া মায়ের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দু’বাংলার বরেণ্য শিল্পীরা ম-পে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে।
প্রসঙ্গত, এবার জেলায় ৫৭৬টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজা উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা শুরু পর থেকে কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please follow and like us:

Check Also

ধুলিহরে মোটরসাইকেলের ধাক্কায় ১ শিশু নিহত  

জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় ২২ এপ্রিল সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।