উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ২০১৮-১৯ অর্থ বছরের রবি মৌসুমে বোরো, সরিষা, ভুট্টা ও বিটি বেগুন এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীস্মকালীন মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুর ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ। এসময় ইপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যাণার্জী, নীল কণ্ঠ সরকার, এস.এম ইকবাল আহম্মদ, মো. আব্দুস সাত্তার প্রমুখ। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ইঁদুর নিধন অভিযান সম্পর্কে প্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সীমন্ত কুমার দাস।
এসময় বক্তারা বলেন, ‘কৃষকরাই দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ব্যপক সহায়তা দিয়ে যাচ্ছে। এখন আর সারের জন্য লাইন দিতে হয়না, সার কৃষককে খুজে নেয়। এটাই জননেত্রী শেখ হাসিনার উদারতা ও দেশের মানুষের জন্য ভালবাসা। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই তিনি বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ডেল্টাপ্লান হাতে নিয়েছেন। দেশের শন্তি অগ্রগতির জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এবং পরিবেশবান্ধব কৃষি এবং কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।’

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।