২০ দলের বৈঠক অনুষ্ঠিত। যোগ হলো আরো ৩ দল

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃবিএনপি চেয়ারপারসনের গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে ২০ দলের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্তক্রমে ২০ দলীয় জোটের পরিধি বাড়ানো হয়েছে। বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি জোটের সাথে যুক্ত হয়েছে। বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজকে ২০ দলে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন জাতীয় দল, জননেতা মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বাধীন পিপলস পার্টি অব বাংলাদেশ এবং সুপ্রীতি কুমার মন্ডলের নেতৃত্বাধীন মাইনোরিটি জনতা পার্টি আজকে আনুষ্ঠানিকভাবে ২০ দলের সাথে যুক্ত হলেন।

সংবাদ ব্রিফিঙে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম বিএসএমএমইউতে চিকিৎসাধীন জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে বোর্ডের চিকিৎসকদের অনুমোদন ব্যতিরেকে কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, ‘‘ আমরা মনে করি, বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসা সম্পূর্ণ না করে একটি নির্জন ও পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়া এটা হত্যার ষড়যন্ত্র।আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।”

অলি নতুন যোগ দেয়া তিন দলকে ২০ দলে যোগ দেয়ায় তাদের অভিনন্দন জানান।

জোটের বৈঠকে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতের আবদুল হালিম, বিজেপি আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পাটির আবু তাহের চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম , ন্যাপের এমএন শাওন সাদেকী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।