প্রিজাইডিং অফিসারদের পরিচালনা করতে যাবেন না : নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সিইসি

ক্রাইমবার্তা রিপোট  ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের দ্বিতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তাদের নির্দেশনা দিয়ে বলেছেন, প্রিজাইডিং অফিসারদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদেরকে কখনো পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবে, সেটা করবেন।সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।

নির্বাচন ভবনে আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিশনাররা বক্তব্য রাখেন।

সিইসি বলেন, ‘আইনগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আপনারা বিজ্ঞ এবং অভিজ্ঞ। অজ্ঞ নন। নন থাকবেন তখন যখন এর সাথে যে আইনগুলো আছে সেগুলো যদি পড়াশোনা না করেন। কারণ, আপনাদের তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে হবে। যদি জ্ঞানের কমতি থাকে, অভিজ্ঞতার অভাব থাকে তাহলে সঠিকভাবে আইন প্রয়োগ করতে সক্ষম হবেন না।’

এসময় তিনি বলেন, ‘বেশি নয়- ৫/৭টি আইনের গোটা বিশেক ধারা, আচরণ বিধি পড়লেই নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন।’

‘আপনাদের দায়িত্ব হবে সব রাজনৈতিক দলের সব প্রার্থীদের সমান চোখে দেখা। কারও জন্য কম, কারও জন্য বেশি নয়। কখনো আপনারা এটা করবেন না। যেমন বলা হয়, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আপনাদের হুকুম হতে হবে আইনানুগ।’

সিইসি বলেন, ‘নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের সবাই বলেছেন। আমি আবারো বলি, আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ। সবাইকে সমান চোখে দেখা, কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা – এ ধরনের আচরণ কখনো আপনারা করবেন না। কথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনো। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে।’

নুরুল হুদা বলেন, ‘কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার।’

Please follow and like us:

Check Also

তালায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই

তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার ধলবাড়িয়া গ্রামে সোমবার বিকাল সাড়ে পাঁচটার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।