ভোলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় ব্যাপক হামলা

ক্রাইমবার্তা রিপোর্টঃ ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাদ গ্রামে সোমবার সকালে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় হামলা চালানো হয়েছে। এতে অন্তত বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় ৩টি মটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়।

চরফ্যাসন উপজেলা বিএনপির সভাপতি আলমগীর মালতিয়া অভিযোগ করেন, বিএনপির সাবেক এমপি ও ভোলা-৪ আসনের সম্ভব্য প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে আয়শাবাদ গ্রামে জামাল মেম্বারের বাড়ি বিএনপির একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং তিনটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জামাল ও রফিক গ্রুপের মধ্যে অভ্যান্তরীণ কোন্দলের জেরধরে হামলার ঘটনা ঘটে। এঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে তিনি দাবী করেন।

এদিকে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হামলা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:

Check Also

দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে-৫: ভাইস চেয়ারম্যান-২ : মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জ

আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।