যশোরের ৬টি আসনে জামায়াতের চারসহ ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তরিকুল ইসলাম তারেক, যশোর ব্যুরো: একাদশ সংসদ নির্বাচনে উৎসব মুখোর পরিবেশে যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো: আবদুল আওয়াল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এছাড়াও সহকারী রিটানিং অফিসারদের কাছে প্রার্থীদের পক্ষ থেকে অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে বুধবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ, স্বতন্ত্র মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

সাবেক মন্ত্রী সদ্যপ্রয়াত তরিকুল ইসলামের আসন যশোর-৩ এ বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সাবেরুল হক সাবুও মনোনয়নপত্র জমা দেন।

যশোর-১ (শার্শা)
শেখ আফিল উদ্দীন (আওয়ামী লীগ), মফিকুল হাসান তৃপ্তি (বিএনপি), আবুল হাসান জহির (বিএনপি), মাওলানা আজিজুর রহমান (স্বতন্ত্র/জামায়াত)।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মেজর জেনারেল (অব) মোঃ নাসির উদ্দীন (আঃ লীগ), মাওঃ শহিদুল ইসলাম ইনসাফি (ইসলামী ঐক্যজোট), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), মুহাদ্দীস আবু সাঈদ (স্বতন্ত্র/জামায়াত), অ্যাডভোকেট ইসহাক (বিএনপি), সাবিরা নাজমুল মুন্নি (বিএনপি), অ্যাডভোকেট এনামুল হক (ন্যাপ)।

যশোর-৩ (সদর) কাজী নাবিল আহমেদ (আওয়ামী লীগ), অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু (বিএনপি), বিপ্লব আজাদ (জেএসডি), জাহাঙ্গীর হোসেন (জাপা), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), এ্যাডভোকেট রবিউল আলম (জাসদ, ইনু), শাহীন চাকলাদার (স্বতন্ত্র/ আঃ লীগ), মারুফ হাসান কাজল (বিকল্পধারা)।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) রনজিত কুমার রায় (আওয়ামী লীগ), ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব (বিএনপি), তানিয়া রহমান (বিএনপি), ফারাজী মতিয়ার রহমান (বিএনপি), সুকৃতি মন্ডল (মাইনোরিটি জনতা পাটি)।এ্যাডভোকেট জহিরুল ইসলাম (জাপা), ইকবাল কবির জাহিদ (ওয়ার্কাস পার্টি), মোঃ আব্দুস সালাম (জেএসডি, রব), লেঃ কমান্ডার (অব) সাব্বির আহমেদ (জাপা), নাজিমউদ্দীন আল আজাদ (বিএলডিপি),

যশোর-৫ (মণিরামপুর) স্বপন ভট্টাচার্য (আঃলীগ), নিজাম উদ্দীন অমিত (জাগপা), মুফতি মো: ওয়াক্কাস (জমিয়তে ওলামায়ে ইসলাম), এ্যাড. গাজী এনামুল হক (স্বতন্ত্র/জামায়াত), এ্যাডভোকেট শহীদ ইকবাল (বিএনপি), কামরুল হাসান বারী (স্বতন্ত্র/আওয়ামী লীগ)।

যশোর-৬ (কেশবপুর) ইসমাত আরা সাদেক (আঃ লীগ), মাওঃ ইউসুফ আলী বিশ্বাস (ইসলামী আন্দোলন), আবুল হোসেন আজাদ (বিএনপি), অধ্যাপক মোক্তার আলী (স্বতন্ত্র/জামায়াত), শাহীন চাকলাদার (স্বতন্ত্র/ আঃ লীগ),অমেলেন্দু দাস অপু (বিএনপি), আব্দুস সামাদ বিশ্বাস (বিএনপি), শেখ শাহিদুজ্জামান (জাকের পাটি), নুরুল ইসলাম খোকন (স্বতন্ত্র), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), এ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু (জাপা)। #

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।