শরিকদের ৫৮ আসন ছেড়েছে বিএনপি ২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন যারা

ইকবাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্যে ২৪২ টি আসন রেখে শরিকদের ৫৮ টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তিনশ’ আসনের মধ্যে ২৯৮টিতে ধানের শীষে বিএনপি ও শরিকরা অংশ করছে। অন্যতম শরিক এলডিপির প্রধান কর্নেল অব. অলি আহমেদ করছেন নিজ দলের ‘ছাতা’ প্রতীকে। এরমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামকে ৭টি, জেএসডিকে ৪টি, নাগরিক ঐক্যকে ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফ্রন্টের সর্বমোর্ট আসন ১৯টি। অন্যদিকে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ২২টি, এলডিপিকে ৫টি, খেলাফত মজলিশকে ২টি, জমিয়তে উলামায়ে ইসলামকে ৩টি, জাতীয় পাটির্ (কাজী জাফর)কে ২টি, বিজেপি, কল্যাণ পার্টি, এনপিপি, লেবার পার্টি, পিপিবিকে একটি করে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ২০ দলীয় জোট ৩৯টি আসন পেয়েছে। বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে এবারের নির্বাচনে লড়বেন। ২০ দলীয় জোটের প্রার্থীরাও ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধুমাত্র চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রধান অলি আহমেদ নিজের দলের ‘ছাতা’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সর্বশেষ গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে বিএনপি ২৫৯টি আসনে এককভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়। ওই নির্বাচনে জোটের শরিক জামায়াতে ইসলামীসহ শরিকদের ৪১টি আসন ছেড়ে দিয়েছিলো।
জোটের যারা চূড়ান্ত মনোনয়ন পেলেন, জেএসডি : আসম আবদুর রব (লক্ষীপুর-৪), আবদুল মালেক রতন (কুমিল্লা-৪), শহিদউদ্দিন মাহমুদ স্বপন (ঢাকা-১৮), সাইফুল ইসলাম (কিশোরগঞ্জ-৩)।
কৃষক শ্রমিক জনতা লীগ : বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী ( টাঙ্গাইল-৮) , লিয়াকত আলী (টাঙ্গাইল-৪) , ইকবাল সিদ্দিকী (গাজীপুর-৩), মনজুরুল ইসলাম (নাটোর-১)।
গণফোরাম : সুব্রত চৌধুরী (ঢাকা-৬), মোস্তফা মহসিন মন্টু (ঢাকা-৭), এএইচএম খালেকুজ্জামান (ময়মনসিংহ-৮), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), অধ্যাপক আবু সাঈয়িদ (পাবনা-১), আমসা আমিন (কুড়িগ্রাম-২), সুলতান মো. মনুসর আহমেদ (মৌলভীবাজার-২)।
নাগরিক ঐক্য : মাহমুদুর রহমান মান্না ( বগুড়া-২), এসএম আকবর (নারায়নগঞ্জ-৫), শাহ রহমত উল্লাহ (রংপুর-১) , নুরুর রহমান জাহাঙ্গীর (বরিশাল-৪)।
২০ দলীয় জোট : বিজেপি : ঢাকা-১৭ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ। এনপিপি : নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। পিপিবি : রংপুর-৩ আসনে রিটা রহমান। কল্যাণ পার্টি : চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এলডিপি : চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির অলি আহমেদ, চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল আলম, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষীপুর-১ আসনে সাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ। খেলাফত মজলিশ : হবিগঞ্জ-৪ আসনে আহমেদ আবদুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল বাসিদ আজাদ। জমিয়তে উলামায়ে ইসলাম : সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামীর শাহিনুর পাশা, হবিগঞ্জ-২ আসনে আবদুল বাসিদ আজাদ, যশোর-৫ আসনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। জাতীয় পার্টি (কাজী জাফর) : গাইবান্ধা-৩ আসনে টিআই ফজলে রাব্বী, কুষ্টিয়া-২ আসনে আহসান হাবিব লিংকন। লেবার পার্টি : মোস্তাফিজুর রহমান ইরান (পিরোজপুর-২)
জামায়াত ইসলামী : ঢাকা-১৫ আসনের ডা. শফিকুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পারোয়ার, খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ, ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে আবু হানিফ, দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, বাগেরহাট-৩ আসনে আবদুল ওয়াদুদ, বাগেরহাইট-৪ আসনে আবদুল আলীম, যশোর-২ আসনে আবু সাঈদ মো. শাহাদাত হোসেইন, ঝিনাইদহ-৩ আসনে মতিউর রহমান, পাবনা-৫ আসনে ইকবাল হোসেইন, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রাব্বানী।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঐকফ্রন্ট ও ২০ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন গতকাল রোববার নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। এতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আবদুস সাত্তার সাক্ষরিত তালিকায় ২৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রংপুর বিভাগ: পঞ্চগড়-১ ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, ২ পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও – ১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ঠাকুরগাঁও-২ মোঃ আব্দুল হাকিম, ঠাকুরগাঁও – ৩ মো: জাহিদুর রহমান (জাহিদ), দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-২ মো: সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ মো: আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এ. জেড. এম. রেজওয়ানুল হক, দিনাজপুর-৬ মোঃ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-১ রফিকুল ইসলাম, নীলফামারী-২ মোঃ মনিরুজ্জামান (মন্টু), নীলফামারী-৩ মোঃ আজিজুল ইসলাম, নীলফামারী-৪ আমজাদ হোসেন সরকার, লালমনিরহাট-১ মো: হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ মা: রোকন উদ্দিন বাবুল,লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু রংপুর-১ মো: রহমতউল্লা, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ রিটা রহমান, রংপুর-৪ মোহাম্মদ এমদাদুল হক (ভরসা), রংপুর-৫ মোঃ গোলাম রব্বানী,
রংপুর-৬ মো: সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আমসা আমিন গণফোরাম, কুড়িগ্রাম-৩ তাসভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ আজিজুর রহমান, গাইবান্ধা-১ মোঃ মাজেদুর রহমান, গাইবান্ধা-২ মো: আব্দুর রশীদ সরকার, গাইবান্ধা-৩ ড. টি. আই.এম ফজলে রাব্বী চৌধুরী , গাইবান্ধা-৪ ফারুক কবির আহমেদ, গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার, রাজশাহী বিভাগ: জয়পুরহাট-১ মোঃ ফজলুর রহমান, জয়পুরহাট-২ এ. ই. এম. খলিলুর রহমান, বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম,বগুড়া-২ মাহমুদুর রহমান মান্না,
বগুড়া-৩ মাছুদা মোমিন, বগুড়া-৪ মোঃ মোশারফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম, বগুড়া-৭ মোরশেদ মিল্টন, চাঁপাইনবাবগঞ্জ-১ মোঃ শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ মোঃ আমিনুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ হারুনুর রশীদ,
নওগাঁ-১ মোঃ ছালেক চৌধুরী, নওগাঁ-২ মোঃ সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকি, নওগাঁ-৪ আবু হায়াত মোহাম্মাদ সামসুল আলম প্রামাণিক, নওগাঁ-৫ মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আলমগীর কবির,রাজশাহী-১ মোঃ আমিনুল হক, রাজশাহী-২ মোঃ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ মোঃ আবু হেনা , রাজশাহী-৫ নাদিম মোস্তফা, রাজশাহী-৬ মোঃ আবু সাইদ চাঁদ, নাটোর-১ মনজুরুল ইসলাম কৃষক শ্রমিক জনতা লীগ, নাটোর-২ সাবিনা ইয়াসমিন,নাটোর-৩ মোঃ দাউদার মাহমুদ, নাটোর-৪ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ রুমানা মোর্শেদ কনকচাঁপা,
সিরাজগঞ্জ-২ রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ মোঃ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ মোঃ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ এম. এ. মুহিত, পাবনা-১ অধ্যাপক আবু সাইদ গণফোরাম, পাবনা-২ এ, কে, এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ কে. এম. আনোয়ার ইসলাম, পাবনা-৪ মোঃ হাবিবুর রহমান (হাবিব),পাবনা-৫ মোঃ ইকবাল হোসেন।
খুলনা বিভাগ: মেহেরপুর-১ মাসুদ অরুন, মেহেরপুর-২ মো: জাভেদ মাসুদ, কুষ্টিয়া-১ রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ মোহাম্মাদ আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া-৩ মো: জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহ্মেদ রুমী, চুয়াডাঙ্গা-১ মো: শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-১ আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ মো: আব্দুল মজিদ, ঝিনাইদহ-৩ মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ মো: সাইফুল ইসলাম ফিরোজ, যশোর-১ মো: মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আবু সাঈদ মুহা: শাহাদৎ হুসাইন, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টি. এস. আইয়ুব, যশোর-৫ মুহাম্মদ ওয়াক্কাস, যশোর-৬ মো: আবুল হোসেন আজাদ, মাগুরা-১ মো: মনোয়ার হোসেন, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল-২ এ. জেড. এম ফরিদুজ্জামান, বাগেরহাট-১ মো: শেখ মাসুদ রানা, বাগেরহাট-২ এম, এ, সালাম, বাগেরহাট-৩ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ, বাগেরহাট-৪ মোঃ আব্দুল আলীম, খুলনা-১ আমীর এজাজ খান, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৫ মিয়া গোলাম পরোয়ার, খুলনা-৬ মোঃ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-১ মো: হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ মো: শহিদুল আলম,
সাতক্ষীরা-৪ জি. এম. নজরুল ইসলাম।
বরিশাল বিভাগ: বরগুনা-১ মতিয়ার রহমান তালুকদার, বরগুনা-২ খন্দকার মাহবুব হোসেন , পটুয়াখালী-১ এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী,
পটুয়াখালী-২ সালমা আলম, পটুয়াখালী-৩ মোঃ গোলাম মাওলা রনি, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-১ আলমগীর কবির, ৬ ভোলা-২ হাফিজ ইব্রাহীম , ভোলা-৩ হাফিজ উদ্দিন আহম্মেদ, বীর বিক্রম, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম, বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার সরফুদ্দিন আহমেদ,
বরিশাল-৩ জয়নুল আবেদীন, বরিশাল-৪ নুরুর রহমান জাহাঙ্গীর, বরিশাল-৫ মোঃ মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-১ মুহাম্মদ শাহজাহান ওমর, ঝালকাঠি-২ জীবা আমিনা খান, পিরোজপুর-১ শামীম সাঈদী,
পিরোজপুর-২ মোস্তাফিজুর রহমান ইরান, পিরোজপুর-৩ মোঃ রুহুল আমীন দুলাল।
ঢাকা বিভাগ: টাংগাইল-১ শহীদুল ইসলাম, টাংগাইল-২ সুলতান সালাউদ্দিন টুকু,
টাংগাইল-৩ মো: লুৎফর রহমান খান আজাদ, টাংগাইল-৪ মো: লিয়াকত আলী কৃষক শ্রমিক জনতা লীগ, টাংগাইল-৫ মাহমুদুল হাসান, টাংগাইল-৬ গৌতম চক্রবর্তী, টাংগাইল-৭ আবুল কালাম আজাদ সিদ্দিকী , টাংগাইল-৮ কুড়ি সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ, জামালপুর-১ রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ এ. ই. সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম), জামালপুর-৫ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,
শেরপুর-১ সানসিলা জেবরিন, শেরপুর-২ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ মোঃ মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ-১ আলী আজগর, ময়মনসিংহ-২ শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ-৩ এম ইকবাল হোসেন, ময়মনসিংহ-৪ আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ-৫ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ শামছউদ্দিন আহমদ, ময়মনসিংহ-৭ মো: জয়নাল আবেদীন/ডা: মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ এ এইচ এম খালেক্জ্জুামান গণফোরাম, ময়মনসিংহ-৯ খুররম খান চৌধুরী, ময়মনসিংহ-১০ সৈয়দ মাহমুদ মোরর্শেদ এলডিপি,
ময়মনসিংহ-১১ ফখর উদ্দিন আহমেদ, নেত্রকোনা-১ ব্যারিষ্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ মোঃ আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ তাহমিনা জামান, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার, কিশোরগঞ্জ-১ মোঃ রেজাউল করিম খান, কিশোরগঞ্জ-২ মেজর আখতারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম জেএসডি, কিশোরগঞ্জ-৪ মোঃ ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ মো: শরীফুল আলম, মানিকগঞ্জ-১ এস, এম জিন্নাহ কবির , মানিকগঞ্জ-২ মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ-৩ আফরোজা খান রিতা, মুন্সীগঞ্জ-১ শাহ্ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই, ঢাকা-১ খোন্দকার আবু আসফাক, ঢাকা-২ ইরফান ইবনে আমান অমি, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লা, ঢাকা-৬ সুব্রত চৌধুরী গণফোরাম, ঢাকা-৭ মোস্তফা মহসীন মন্টু গণফোরাম, ঢাকা-৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ,
ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ মো: আব্দুস সালাম, ঢাকা-১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-১৫ ডা: মো: শফিকুর রহমান,
ঢাকা-১৬ মো: আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৭ আন্দালিব রহমান, ঢাকা-১৮ শহীদ উদ্দিন মাহমুদ জেএসডি, ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-২০ তমিজ উদ্দিন, গাজীপুর-১ এ্যাড. চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ মো: সালাহ উদ্দিন সরকার, গাজীপুর-৩ ইকবাল সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ এ, কে, এম, ফজলুল হক মিলন,
নারায়ণগঞ্জ-১ কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মো: আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ মনির হোসেন জমিউতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ-৫ এস এম আকরাম, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ মনজুর এলাহী, নরসিংদী-৪ সরদার মো: সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ ইঞ্জি. আশরাফ, রাজবাড়ী-১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ মোঃ নাসিরুল হক সাবু, ফরিদপুর-১ শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম,
ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর-৪ খন্দকার ইকবাল হোসেন (সেলিম), গোপালগঞ্জ-১ এফ. ই. শরফুজ্জামান, গোপালগঞ্জ-২ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ-৩ এস. এম. জিলানী, মাদারীপুর-১ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, মাদারীপুর-৩ মোঃ আনিসুর রহমান তালুকদার, শরীয়তপুর-১ সরদার এ, কে, এম, নাসির উদ্দীন, শরীয়তপুর-২ মোঃ শফিকুর রহমান কিরন, শরীয়তপুর-৩ মিয়া নুরুদ্দিন অপু।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ-১ নজির হোসেন, সুনামগঞ্জ-২ মোঃ নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ মো: শাহিনুর পাশা চৌধুরী জমিউতে উলামায় ইসলাম বাংলাদেশ, সুনামগঞ্জ-৪ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ-৫ মো: মিজানুর রহমান চৌধুরী, সিলেট-১ খন্দকার আবদুল মুক্তাদীর চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর, সিলেট-৩ আলহাজ¦ শফি আহমদ চৌধুরী, সিলেট-৪ দিলদার হোসেন সেলিম, সিলেট-৫ ওবায়দুল্লাহ ফারুক জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশ, সিলেট-৬ ফয়সাল চৌধুরী, মৌলভীবাজার-১ নাছির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মাদ মনসুর আহমেদ গণফোরাম, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মৌলভীবাজার-৪ মোঃ মজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া গণফোরাম, হবিগঞ্জ-২ আব্দুল বাসিত আজাদ খেলাফত মজলিস, হবিগঞ্জ-৩ আলহাজ¦ মোঃ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আহমদ আবদুল কাদের খেলাফত মজলিস, ব্রাহ্মনবাড়িয়া-১ এস, এ, কে, একরামুজ্জামান, ব্রাহ্মনবাড়িয়া-২ উকিল আব্দুস সাত্তার, ব্রাহ্মনবাড়িয়া-৩ মো: খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মনবাড়িয়া-৪ মো: মুসলিম উদ্দিন, ব্রাহ্মনবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন, ব্রাহ্মনবাড়িয়া-৬ আবদুল খালেক।
চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ কে, এম, মজিবুল হক, কুমিল্লা-৪ আবদুল মালেক রতনজেএসডি, কুমিল্লা-৫ মো: ইউনুস, কুমিল্লা-৬ মোহাম্মাদ আমিন উর রশিদ,কুমিল্লা-৭ রেদওয়ান আহমেদ এলডিপি, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ এম আনোয়ার উল আজিম, কুমিল্লা-১০ মো: মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চাঁদপুর-১ মোহাম্মাদ মোশাররফ হোসেন,
চাঁদপুর-২ মো: জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ মো: আব্দুল হান্নান, চাঁদপুর-৫ মো: মমিনুল হক, ফেনী-১ মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ জয়নাল আবদিন (ভিপি জয়নাল), ফেনী-৩ আকবর হোসেন, নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবেদিন ফারুক, নোয়াখালী-৩ মোঃ বরকত উল্লাহ বুল,ু নোয়াখালী-৪ মোঃ শাহজাহান,
নোয়াখালী-৫ মওদুদ আহমদ, নোয়াখালী-৬ মোঃ ফজলুল আজিম, লক্ষীপুর-১ শাহাদৎ হোসেন সেলিম এলডিপি, লক্ষীপুর-২ মোঃ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষীপুর-৩ মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষীপুর-৪ আ স ম আব্দুর রব জেএসডি, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ মোঃ আজিম উল্লাহ বাহার,
চট্টগ্রাম-৩ কামাল পাশা, চট্টগ্রাম-৪ ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৫ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টি, চট্টগ্রাম-৬ জসিম উদ্দিন শিকদার, চট্টগ্রাম-৭ নুরুল আলম এলডিপি, চট্টগ্রাম-৮ আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমির খসরু মাহমুদ চৌধুরী,
চট্টগ্রাম-১২ মোঃ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৫ আ. ন. ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ হাসিনা আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি মোঃ শহিদুল ইসলাম ভূইয়া, রাংগামাটি মনি স্বপন দেওয়ান এবং
বান্দরবান আসনে সাচিং প্রু ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এগুলোর বাইরে চট্টগ্রাম ১৪ থেকে ছাতা মার্কাায় নির্বাচন করবেন এলডিপি সভাপতি অলি আহমদ।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।