৩০ ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবেঃসাতক্ষীরা জেলা প্রশাষক

সাতক্ষীরায় ৩০ ডিসেম্বরে অবাধ, সুষ্ঠ ও একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই
—– জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন আগামী ৩০ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পৃথক ৪টি আসনে একটি মডেল নির্বাচন করতে চাই। বিজয়ের মাসে ৩০ ডিসেম্বর হবে আরেকটি বিজয়ের দিন। এ বিজয় অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের বিজয়। কোনো অশুভ শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায়দের ভয়ের কোনো কারণ নেই। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচন চলা কালীন সময়ে জেলার মধ্যে ৮০ জন ম্যাজিস্ট্রেট, পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি মোতায়েন থাকবে। তিনি আরও বলেন স্বাধীনতা বিরোধী এবং বিগতদিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বাঙালী জাতী বীরের জাতী, বিস্ব বরেণ্য নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও দৃস্কৃতকারীদের স্থান নেই। তিনি সোমবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কালিগঞ্জ অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফ শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিজিবি’র ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহ মোঃ আজাদ আলী, র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর মাহবুবর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদিজ্জামান ও কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ। আইন শৃংখলা সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।