একাদশ সংসদ নির্বাচন এখনও সরানো হয়নি পোস্টার ব্যানার

ক্রাইমর্বাতা রিপোট:   সংসদ নির্বাচনের পর পাঁচ দিন অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আর একদিন পর মন্ত্রিপরিষদ গঠিত হবে।

কিন্তু এখনও সরানো হয়নি নির্বাচনী প্রচার সামগ্রী ব্যানার-পোস্টার। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ব্যানার-পোস্টারে এখনও ছেয়ে আছে নগরীর বেশিরভাগ এলাকা। বিশেষ করে অলিগলির পোস্টার-ব্যানার আগের মতোই আছে। কোথাও কোথাও আকাশও ঢাকা পড়েছে পোস্টার-ব্যানারে।

যদিও গত বুধবার সকালে পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করবে ডিএসসিসি। এ সময়ের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনও কাজ করবে। ডিএসসিসি সূত্রে জানা গেছে, অপসারণ কাজে দুই হাজার পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। এছাড়া ৫টি হাইড্রলিক লেডার, ৭টি পানির গাড়ি ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রায় সব বিভাগের কর্মকর্তারা মাঠে রয়েছেন।

তবে এতকিছুর পরও রাজধানীর বিভিন্ন এলাকায় বহাল রয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। শুক্রবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দেয়াল, খুঁটি ও পিলারভর্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার-পোস্টার। নির্বাচন শেষ হওয়ার পাঁচ দিন পরও রাজধানী ঢাকা যেন পোস্টারের নগরী।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।