সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ক্রাইমবার্তা ডেক্সরিপোর্টঃ    চলতি মৌসুমে সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি।

সাতক্ষীরা সদরের গোবিন্দপুরের কৃষক আব্দুল মান্নান (৪৮) জানান, সরিষা চাষে খরচ কম। তাই তিনি দেড় বিঘা জমিতে ৬ হাজার টাকা ব্যয়ে সরিষা চাষ করেছেন। সরিষার উপযুক্ত মূল্য পেলে উৎপাদিত শস্যে পারিবারিক প্রয়োজন মেটানোর পরও ১২-১৩ হাজার টাকায় বিক্রি হবে। সরিষার পরই তিনি বোরো ধানের চাষ শুরু করবেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, এ বছর জেলার ৭ উপজেলায় মোট ১০ হাজার ৫৪০ হেক্টর আবাদি জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ১৮০ হেক্টর জমিতে, কলারোয়া উপজেলায় ৫ হাজার ১৪০ হেক্টর জমিতে, তালা উপজেলায় ৪৬০ হেক্টর জমিতে, দেবহাটা উপজেলায় ১১৭৫ হেক্টর জমিতে, কালিগঞ্জ উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে, আশাশুনি উপজেলায় ১৮০ হেক্টর জমিতে ও শ্যামনগর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সরিষা।

তিনি আরো জানান, আমন ধান কাটার পরে কৃষকরা নতুন উদ্যোমে সরিষা চাষের জমি প্রস্তুত করে। বীজ, সার, কীটনাশক, ওষুধসহ কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিয়ে চাষিরা সরিষা উৎপাদনের দিকে বিশেষ নজর দিয়েছে। জেলার আমন ফসলের বেশ কিছু জমিতে সরিষার চাষ হয়েছে।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।